বন্ধুদের বাতিঘর ফাউন্ডেশন

একটি মানবসেবামূলক ও সমাজকল্যাণে নিবেদিত অরাজনৈতিক প্রতিষ্ঠান ,বন্ধুদের বাতিঘর ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা, যা মানবতা, সহমর্মিতা ও সমাজ পরিবর্তনের প্রত্যয়ে প্রতিষ্ঠিত। আমরা বিশেষত শরীয়তপুর জেলার গোঁসাইরহাট উপজেলার নরমুড়ি ইউনিয়নকে কেন্দ্র করে গরীব, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে বাস্তবভিত্তিক সাহায্য কার্যক্রম পরিচালনা করে থাকি।

আমরা বিশ্বাস করি, সামান্য সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব। সেই লক্ষ্যে আমরা পরিশ্রম করে যাচ্ছি – প্রতিদিন মানুষের ঘরে ঘরে ভালোবাসার আলো পৌঁছে দিতে , বন্ধুদের বাতিঘর ফাউন্ডেশন সকলের সহযোগিতা ও দোয়া কামনা করে যেন আমরা সত্যিকারের এক আদর্শ মানবিক সমাজ গঠনে অবদান রাখতে পারি।

চলুন একসাথে একটি পরিবর্তন আনি

নিয়মিত অনুদান

আমাদের ফাউন্ডেশনের নিবন্ধিত সদস্যরা খুব সহজেই মাসিক চাঁদা বা দান করতে পারেন — শুধু নিচের বাটনে ক্লিক করলেই বিকাশের মাধ্যমে দ্রুত ও নিরাপদভাবে দান সম্পন্ন করা যাবে , দান একটি মহান কাজ। আমাদের এলাকার অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে আপনার এই ছোট্ট অবদান একটি বড় পরিবর্তনের সূচনা করতে পারে।

ঈদের আনন্দ সবার জন্য হোক সমান

বন্ধুদের বাতিঘর ফাউন্ডেশন থেকে আমরা এই ঈদে একটি ছোট্ট উদ্যোগ নিচ্ছি — আমাদের আশেপাশের গরীব ও অসহায় পরিবারগুলোর মাঝে ঈদ সামগ্রী বিতরণ। ঈদ মানেই খুশি, ঈদ মানেই একসাথে আনন্দ ভাগ করে নেওয়া। তবে অনেকেই আছেন, যারা অর্থের অভাবে ঈদের ন্যূনতম আনন্দটুকুও উপভোগ করতে পারেন না।

সাধারণ তহবিল

বন্ধুদের বাতিঘর ফাউন্ডেশন প্রতিটি দান নির্ধারিত খাত অনুযায়ী সঠিকভাবে ব্যয় করে থাকে। নির্দিষ্ট খাতের দান: শুধুমাত্র সেই খাতেই ব্যবহার করা হয় (যেমন: ঈদ সামগ্রী, শিক্ষা, চিকিৎসা)। সাধারণ তহবিল: ফাউন্ডেশনের সকল কল্যাণমূলক কার্যক্রম, দীনি শিক্ষা, মানবসেবা ও দাওয়াহ উদ্যোগে ব্যয় হয়। 📌 আপনার দান, — আমরা করি যথাযথ বাস্তবায়ন।