গঠনতন্ত্র

✅ সংগঠনের পরিচিতি:

নাম: স্বপ্নের বাতিঘর ফাউন্ডেশন
প্রতিষ্ঠা: ২০২৪ সালে, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার অন্তর্গত এলাকায়
ধরন: অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক ও মানবকল্যাণমুখী সংগঠন


✅ লক্ষ্য ও উদ্দেশ্য:

স্বপ্নের বাতিঘর ফাউন্ডেশনের মূল লক্ষ্য হচ্ছে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মানবিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা এবং আর্থিক, সামাজিক ও নৈতিক সহায়তা প্রদান।


✅ প্রধান কার্যক্রম:

১. মাসিক ও বার্ষিক ওয়েবিনার, সেমিনার এবং ধর্মীয় শিক্ষাদান
২. দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বই বিতরণ ও শিক্ষা উপকরণ সরবরাহ
৩. অসহায়, দরিদ্র ও দুর্দশাগ্রস্তদের আর্থিক ও মানসিক সহায়তা প্রদান
৪. নির্দিষ্ট সময় অন্তর কুইজ ও বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা আয়োজন
৫. ব্লাড ক্যাম্পেইন ও রক্ত সংগ্রহ কার্যক্রম
৬. সামাজিক সচেতনতামূলক কার্যক্রম


✅ সদস্য হওয়ার যোগ্যতা:

  • বয়স: ১৫ থেকে ৫০ বছরের মধ্যে

  • নৈতিক, শুদ্ধাচারসম্পন্ন এবং উদ্যমী হতে হবে

  • গঠনতন্ত্রে সম্মতি থাকা প্রয়োজন


✅ সদস্য পদ বাতিলের কারণ:

  • সংগঠনের স্বার্থবিরোধী বা গঠনতন্ত্র লঙ্ঘনকারী কাজ

  • অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা

  • ইচ্ছাকৃত পদত্যাগ


✅ সংগঠনের কাঠামো:

  • উপদেষ্টা পরিষদ

  • কার্যনির্বাহী পরিষদ

  • সাধারণ পরিষদ

➤ কার্যনির্বাহী পরিষদের দায়িত্বপ্রাপ্ত সদস্য:

  • সভাপতি

  • সহ-সভাপতি

  • সাধারণ সম্পাদক

  • সহ-সাধারণ সম্পাদক

  • সাংগঠনিক সম্পাদক

  • সহ-সাংগঠনিক সম্পাদক

  • দপ্তর সম্পাদক

  • কোষাধ্যক্ষ

  • প্রচার সম্পাদক


✅ অর্থব্যবস্থা:

আয়: সদস্যদের আর্থিক অংশগ্রহণ, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের অনুদান
ব্যয়: কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় খরচ


✅ নিরীক্ষা (অডিট):

  • প্রতি বছর অন্তত ১ বার অডিট করা হবে

  • উপদেষ্টা পরিষদের পরামর্শে নিরীক্ষা কমিটি গঠিত হবে


✅ গঠনতন্ত্র সংশোধন:

কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র সংশোধন বা পরিবর্তন করা যাবে।